অনলাইন ডেস্ক, ০৩ অগাস্ট, ২০২৪: জ্বরে কাবু চড়িলাম ধারিয়াথল ভিলেজের পুরান লেম্বুতলী এবং গয়ারাম কোবরা পাড়ায়। মানুষ চাইছেন স্বাস্থ্য শিবির। কিন্তু কারো দেখা নেই গ্রামে। গ্রামবাসী বক্তব্য গত দেড় থেকে দুই সপ্তাহ ধরে ঘরে ঘরে থাবা বসিয়েছে জ্বর। এবং এই জ্বর ঘরের প্রত্যেকটা ব্যক্তির মধ্যে হচ্ছে। হাসপাতাল গেলে তাদের ভর্তি রাখা হচ্ছে না।
কারণ হাসপাতলে ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার জন্য নেই জায়গা। ঠাসা ভিড়ের মধ্যে আর রোগী রাখতে চাইছে না হাসপাতালে স্বাস্থ্যকর্মীরা। তাই যারা হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে যাচ্ছে তাদের ঔষধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু বাড়ি ফিরে প্রায় এক সপ্তাহ ঘনিয়ে আসলো জ্বর থেকে সুস্থ হয়ে উঠছে না অধিকাংশ মানুষ।
গোটা গ্রাম গুলির মধ্যেই এই অবস্থা সৃষ্টি হয়ে আছে। বহু বাড়িতে আশঙ্কা জনক রোগীকে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য খবর দেওয়ার লোক পর্যন্ত নেই। আবার কারোর বাড়িতে ওষুধ এনে দেওয়ার জন্য নেই কেউ। দীর্ঘ দেড় থেকে দুই সপ্তাহ ধরে গ্রামগুলির মধ্যে জ্বর চোখ রাঙালেও স্বাস্থ্যকর্মীরা গ্রামে গিয়ে কারোর কাছ থেকে কোন খোঁজখবর নিচ্ছে না।
দীর্ঘদিন ধরে জ্বর না কমার কারণে কেউ কেউ আবার ভাবছে হয়তো ডেঙ্গু হয়েছে। নাহলে তারা এত বেশি অসুস্থ হয়ে পড়তো না। বর্তমানে বাড়ি বাড়িতে শয্যাশায়ী রোগীদের খোঁজখবর নেওয়ার জন্য নেই কেউ। সবচেয়ে অবাক করার বিষয় হলো এলাকার বিধায়ক থেকে শুরু করে যারা জনপ্রতিনিধি রয়েছে তাদেরও কোন ভূমিকা নেই।
মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকার বিষয়ে গোটা দুটি গ্রামে গুঞ্জন সৃষ্টি হলেও এলাকার জনপ্রতিনিধি ঘুরছেন বিলাসবহুল গাড়ি দিয়ে। তবে এখন দেখার বিষয় খবর প্রকাশ হওয়ার পর স্বাস্থ্য দপ্তরের উদাসীনতা ভাঙে কিনা।