আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ধর্মনগর মহকুমায় শক্তি প্রদর্শন করল শাসক দল বিজেপি

অনলাইন ডেস্ক, ০৩ অগাস্ট, ২০২৪: আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলার কদমতলায় জমে উঠেছে ভোট প্রচার। শুক্রবার ছিল কদমতলা বাজারের সাপ্তাহিক বাজার বার।

শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একের পর এক সভা করে নিজেদের শক্তি প্রদর্শন করল শাসক দল বিজেপি ও সিপিআইএম। ৫৪ কদমতলা-কুর্তি বিধানসভা কেন্দ্রটি সিপিআইএম দলের উর্বর ভূমি হিসাবে পরিচিত।

এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক সিপিআইএম দলের ইসলাম উদ্দিন। অপরদিকে শাসক বিজেপি দলও কোন অংশে কম নয় এই কেন্দ্রে। যদিও পূর্বের থেকে শক্তি হ্রাস পেয়েছে সিপিআইএম-এর। এমনটা দাবি বিজেপি নেতৃত্বদের।

শুক্রবার সন্ধ্যায় প্রথমে বিজেপি দলের পক্ষ থেকে এক সুবিশাল মিছিল সংগঠিত করা হয় কদমতলা নটরাজ মুক্ত মঞ্চের সামনে থেকে। মিছিলটি কদমতলা বাজার এলাকা পরিক্রমা করে পুনরায় নটরাজ মুক্ত মঞ্চের সামনে গিয়ে শেষ হয়।

তারপর সেখানে হয় বাজার সভা। বাজার সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিজেপি-র সংখ্যা লঘু মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া, উত্তর জেলার সভাপতি কাজল দাস, কদমতলা কুর্তি মন্ডলের সভাপতি রাজা ধর, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব সহ বিধানসভা এলাকার জিলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থীরা।

বাজার সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি-র সংখ্যা লঘু মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া বলেন বিজেপি সংখ্যা লঘুদের পাশে রয়েছে। এইটা বুঝতে হবে। ত্রিপুরা রাজ্যের বহু ইতিহাস রয়েছে। বামফ্রন্ট ও কংগ্রেসের সময়ে বহু খুন হয়েছে।

কংগ্রেস ও সিপিআইএম সেই সকল ঘটনার কোন বিচার করে নি। বর্তমানে সেই কংগ্রেস সিপিআইএম-কে ভোট দেওয়ার জন্য বলছে। ত্রিপুরা রাজ্যের ইতিহাস সকলকে জানতে হবে। এখন দেখার ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনে গণদেবতারা কার পক্ষে রায় দান করেন।