চলতি বছরই বিধানসভা নির্বাচন হওয়ার কথা, জম্মু–কাশ্মীর ভোটের পরিস্থিতি দেখতে যাচ্ছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা

অনলাইন ডেস্ক, ০৪ অগাস্ট, ২০২৪: ভোটের দিনক্ষণ ঘোষণার আগে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, সাম্প্রতিক সময়ে কাশ্মীর উপত্যকায় যেভাবে জঙ্গি কার্যকলাপ বাড়ছে, তাতে নিরাপত্তা বাহিনীর চিন্তা বেড়েছে।

আগামী ৮ আগস্ট জম্মু-কাশ্মীরে যাচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, কমিশনার গণেশ কুমার ও এসএস সান্ধু। সমস্ত কিছু পর্যবেক্ষণ করবেন। সেখানকার প্রশাসন, গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে তাদের বৈঠক হবে। সেখানেই ভোটের দিনক্ষণের ঠিক হতেপারে।