অনলাইন ডেস্ক, ০৪ অগাস্ট, ২০২৪: জলে ডুবে গেছে কলকাতার নেতাজি সুভাস চন্দ্র বোস বিমানবন্দরের রানওয়ে এবং ট্যাক্সিওয়ে। কলকাতার বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে।
ভারী বৃষ্টিপাতের কারনে বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। এদিকে,আবহাওয়া দপ্তর দেশের বিভিন্ন জায়গায় সতর্কতার সাথে সংকেত জারি করেছে।
এতে বলা হয়েছে বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। শনিবার সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কলকাতা ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে দিল্লিতে বৃষ্টির কারণে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে।