বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন করে চলেছে দুষ্কৃতিকারীরা, সরব আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি

অনলাইন ডেস্ক, ১০ অগাস্ট, ২০২৪: পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ নিয়ে আমরা বাঙালি উদ্বিগ্ন। বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন করে চলেছে দুষ্কৃতিকারীরা। এরই প্রতিবাদে শনিবার সরব হয় আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি।

রাজধানীর শিবনগর স্থিত আমরা বাঙালি রাজ্য কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করার দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। উপস্থিত ছিলেন আমরা বাঙালি রাজ্য কমিটির সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল। তিনি বিক্ষোভ কর্মসূচি পরে জানান, সম্প্রতি বাংলাদেশে বড়সড় অশান্তি হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে সাধারণ মানুষ সহ সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের উপর আক্রমণ, লুটপাট সহ বিভিন্ন হিংসাত্মক ঘটনা সংঘটিত হচ্ছে। এগুলি মানবতা বিরোধী এবং মনুষ্যত্ব বিরোধী বলে তিনি দাবি করেন। তিনি বলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে ভারতের বড় অবদান রয়েছে।

তারপর বাংলাদেশের উন্নতির ক্ষেত্রে ভারতের বড় অবদান রয়েছে। ভারতের টাকায় বিভিন্ন প্রজেক্ট চলছে সেখানে। অথচ বাংলাদেশে ভারত বিরোধী স্লোগান দিচ্ছে। পাশাপাশি অভিযোগ তুলে বলেন বাংলাদেশের নিরপরাধ সংখ্যালঘুদের নিশংসভাবে হত্যা করছে।

এর পেছনে কি রাজনীতি রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। রাজ্য সম্পাদক আরো বলেন, বাংলাদেশের এ ধরনের হিংসাত্মক ঘটনার পর ভারত যে সিদ্ধান্ত গ্রহণ করবে তার সমর্থন জানায় আমরা বাঙালি দল।