রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

অনলাইন ডেস্ক, ২৭আগস্ট , ২০২৪: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাশিয়ার রাষ্ট্রপতি শ্রী ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোনে কথা বলেছেন। প্রধানমন্ত্রী ২২ তম ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্মেলনে যোগ দিতে গত মাসে রাশিয়ায় তাঁর সফল সফরের কথা স্মরণ করেন।

দুই নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেছেন এবং ভারত ও রাশিয়ার মধ্যে বিশেষ সুবিধাপ্রাপ্ত এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়েও কথা বলেন। উভয় নেতা রাশিয়া-ইউক্রেন বিবাদজনিত পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রী তাঁর ইউক্রেন সফরের নির্যাস নিয়ে মত ব্যক্ত করেন এবং রাশিয়া-ইউক্রেন সংঘাত থেকে বেরিয়ে আসতে দ্বিপাক্ষিক আলোচনা ও কূটনীতিক পথ অবলম্বনের পাশাপাশি, চলতি বিবাদের এক গ্রাহ্য ও শান্তিপূর্ণ সমাধানের জন্য সকল সংশ্লিষ্ট পক্ষের মধ্যে আন্তরিক ও বাস্তবোচিত পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন। উভয় নেতা একে অপরের সাথে যোগাযোগ বজায় রাখতে সম্মতি প্রকাশ করেন।

PIB