অনলাইন ডেস্ক, ২৯ আগস্ট, ২০২৪: দুর্ঘটনা এড়াতে সরকারি নিয়ম-নীতি মেনে পূজা করতে হবে বিভিন্ন ক্লাব এবং সংস্থাকে। বিগত দিনের অভিজ্ঞতা থেকে আসন্ন দুর্গাপূজা নিয়ে কড়া নির্দেশ দিল আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এ বিষয়ে অবগত করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
তিনি আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে জানান দুর্গা পুজাকে সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে আগরতলা পুর নিগম। এই বছর আগরতলা পুর নিগম এলাকায় দুর্গা পুজার সংখ্যা বৃদ্ধি পেতে পারে। মেয়র দীপক মজুমার পূজা উদ্যোক্তাদের নিকট আহ্বান জানান আগরতলা পুর নিগমে নাম নথিভুক্ত করার জন্য। কোন পূজা কমিটি সাধারন মানুষের চলাচলের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে পূজা মণ্ডপ তৈরি করতে পারবে না।
পিচ রাস্তার বাইরে গেইট নির্মাণ করতে হবে। পূজা কমিটি গুলিকে ট্রাফিক দপ্তর, ফায়ার সার্ভিস, পূর্ত দপ্তর, বিদ্যুৎ নিগম দপ্তরের কাছ থেকে অনুমতি নিতে হবে। পূজা মণ্ডপ নির্মাণের ক্ষেত্রে কোন সরকারি সম্পত্তি নষ্ট হলে তার ক্ষতি পূরণ সংশ্লিষ্ট পূজা কমিটিকে প্রদান করতে হবে। ২০ ফুটের উপর উচ্চতা বিশিষ্ট পূজা মণ্ডপ নির্মাণ করতে হলে সিভিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট থেকে অনুমোদন নিতে হবে। প্রতিবছর দুর্গাপূজার সময় কিছু পূজা কমিটির পক্ষ থেকে মন্ডপ অতিরিক্ত উচু করার ফলে ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। এ বিষয়ে মেয়র জানান, বিদ্যুৎ পরিবাহী তার থেকে ৮ ফুট দূরত্বে পূজা মণ্ডপ তৈরি করতে হবে।
দুর্গা পূজা উপলক্ষ্যে ভেন্ডর লাইসেন্স ব্যতীত কাউকে অস্থায়ী দোকান খুলতে দেওয়া হবে না। পুজার স্থান ও তার আশপাশ এলাকা সর্বদা পরিষ্কার রাখতে হবে। যে সকল পূজা কমিটি আগরতলা পুর নিগমে নাম নথিভুক্ত করবে, তাদেরকে পুর নিগমের পক্ষ থেকে দুইজন করে সাফাই কর্মী প্রদান করা হবে। প্রতিমা নিরঞ্জনের পরের দিন পূজা কমিটি গুলিকে পূজা মণ্ডপ ভেঙ্গে নিতে হবে। অন্যথায় পুর নিগম বিনা নোটিসে পূজা মণ্ডপ ভেঙ্গে দেবে।
এই পূজা মণ্ডপ ভাঙ্গার টাকা সংশ্লিষ্ট পূজা কমিটিকে প্রদান করতে হবে বলে জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। মেয়র এদিনের সাংবাদিক সম্মেলন থেকে আরো ঘোষণা দেন, প্রতিবছরের মতো এই বছরও আগরতলা পুর নিগমের পক্ষ থেকে শারদ সম্মানের আয়োজন করা হবে বলে জানান নিগমের মেয়র। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব।