অনলাইন ডেস্ক, ২৯ আগস্ট, ২০২৪: অধিকাংশ ক্ষেত্রে দলের পক্ষে ভোটের হার কমেছে। রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম। ২০১৮ সালের পর থেকে যতগুলি নির্বাচন রাজ্যের সংগঠিত হয়েছে সবগুলিতেই নিরাশজনক ফলাফল করেছে সিপিআইএম।
পেছনে মূলত কি কারণ রয়েছে তা নিয়ে বহুবার অনুসন্ধান করার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে দলের শীর্ষ নেতৃত্ব বলে অভিমত রাজনৈতিক মহলের। এরই মধ্যে বৃহস্পতিবার রাজধানীর মেলারমাঠ স্থিত দশরথ দের স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয় সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির বৈঠক।
বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক তথা সিপিআইএম পলিটব্যুরো সদস্য বিমান বসু, সিপিআইএম পলিটব্যুরো সদস্য তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ দলের রাজ্য কমিটির সদস্য সদস্যারা।
যতটুকু খবর এইদিনের বৈঠকে লোকসভা নির্বাচন ও পঞ্চায়েত নির্বাচনে দলের ভরাডুবির বিষয় নিয়ে পর্যালোচনা হয়। পাশাপাশি আগামী দিনে কি ভাবে দলের শক্তি বৃদ্ধি করা যায় সেই বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়। তবে দলের শীর্ষ নেতৃত্ব ভালো করেই ইঙ্গিত করতে পারছে যদি এভাবে চলতে থাকে তাহলে আগামী দিন ঢাকি সহ বিসর্জন দিতে হবে দল।