সাত দিনের সময় বেঁধে দিয়ে বেআইনিভাবে রাস্তা দখল করে রাখা দোকানগুলি ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন মেয়র

অনলাইন ডেস্ক, ২৯ আগস্ট, ২০২৪: সাত দিনের সময় বেঁধে দেওয়া হল বেআইনি ব্যবসায়ীদের। আবারো আগরতলা পুর নিগমের পক্ষ থেকে শহরে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার আগরতলা শহরের জয়নগর থেকে আইজিএম চৌমুহনী পর্যন্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

প্রত্যক্ষ করেছেন জয়নগর থেকে আইজিএম চৌমুহনী পর্যন্ত বহু ক্ষুদ্র ব্যবসায়ী এবং উমাকান্ত স্টেডিয়ামের পাশে থাকা বহু দোকানপাট বেআইনিভাবে রাস্তার পাশে জমি দখল করে রয়েছে। এ দোকানগুলির কারণে শহরে ট্রাফিক জ্যাম ক্রমশ বেড়ে চলেছে। তাই সে দোকানগুলি ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন মেয়র।

তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আগরতলা শহরে আইজিএম হাসপাতাল সংলগ্নে উমাকান্ত স্টেডিয়ামের পাশে থাকা বিভিন্ন দোকানপাট সরকারি জমি বেআইনিভাবে দখল করে আছে। তাদের যতটা জমি বরাদ্দ করা হয়েছিল তার চেয়ে অনেকটা বেশি জমি তারা দখল করে আছে। যার ফলে পথচারীরা স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারছে না।

এলাকায় ট্রাফিক জ্যাম সৃষ্টি হওয়ার পাশাপাশি যান দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। তাই সিদ্ধান্ত নেয়া হয়েছে বেআইনিভাবে রাস্তার পাশে যেসব দোকান জমি দখল করে আছে সেসব দোকান ভেঙে দেওয়া হবে। পাশাপাশি সেসব জায়গায় গুলির মধ্যে পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। যাতে মানুষ গাড়ি বাইক পার্কিং করতে পারে।

তিনি আরো বলেন, এলাকায় যারা ব্যবসা করছে তাদের মধ্যে কিছু অস্থায়ী ব্যবসায়ী রয়েছে। তাদের মধ্যে যাদের ভ্যান্ডার এবং লাইসেন্স রয়েছে শুধু তাদেরই ব্যবসা করতে দেওয়া হবে। এবং রাস্তায় কেউ দোকানের সামগ্রী রেখে মর্জি মাফিক ব্যবসা করতে পারবে না। এর জন্য রাস্তার পাশে থাকা ক্ষুদ্র ব্যবসায়ী এবং জমি দখল করে যেসব ব্যবসায়ী দোকান খুলে রেখেছে তাদের সাত দিনের সময় দেওয়া হয়েছে। নাহলে অভিযান চালানো হবে বলে জানিয়ে দেন মেয়র। সেদিন মেয়রের সাথে ছিলেন আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, পশ্চিম ত্রিপুরা ট্রাফিক এসসি মানিক দাস সহ অন্যান্যরা।