অনলাইন ডেস্ক, ২৯ আগস্ট, ২০২৪: রাজ্যের গত ১৯ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত ভয়াবহ বন্যার পর এতদিনে মাত্র একবেলার খাবার জুটেছে উদয়পুর মহাকুমা আমতলী হাই স্কুলের শরণার্থীদের। তাদের পরিস্থিতি বর্তমানে না খেয়ে মরার মত অবস্থা। কারণ বন্যার এতদিনে মাত্র তাদের এক বস্তা চাল আর স্বল্প ডাল জুটেছে ভাগ্যে।
তাও শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়ার চার দিনের মাথায় তহশীলদার এক বস্তা চাল ও স্বল্প ডালের ব্যবস্থা করেছে। এগুলি সেদিনই শেষ হয়ে গেছে। তারপর বিভিন্ন সামাজিক সংস্থার পক্ষ থেকে সহযোগিতা করা খাবার দিয়ে কোনক্রমে দিন কাটাচ্ছে। এমনকি বাজার থেকে জল পর্যন্ত কিনে খেতে হচ্ছে।