বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু ২৫ বছর বয়সী যুবকের

অনলাইন ডেস্ক, ২৯ আগস্ট, ২০২৪: বাড়ির বৈদ্যুতিক পাখা মেরামত করতে গিয়ে বিদ্যুতের ছোবলে প্রাণ গেল ২৫ বছর বয়সী রাজেশ কাইপেং-এর। ঘটনা বৃহস্পতিবার তেলিয়ামুড়া থানাধীন দেবথাং এলাকায়। জানা যায়, তেলিয়ামুড়া থানা এলাকার দেবথাং এলাকার বাসিন্দা ২৫ বছর বয়সী রাজেশ কাইপেং নিজের বাড়ির বৈদ্যুতিক পাখা মেরামত করতে গিয়ে আচমকাই বিদ্যুৎ স্পৃষ্ট হয়।

ঘটনা প্রত্যক্ষ করে পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা ঘটনার খবর পাঠায় তেলিয়ামুড়া দমকল কর্মীদের। তারা ঘটনাস্থলে এসে বিদ্যুৎ স্পৃষ্ট রাজেশকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে এলে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজেশকে মৃত ঘোষণা করেন।

পরবর্তী সময় রাজেশের মৃতদেহ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে রাখা হয় মৃতদেহ ময়না তদন্ত শেষে পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয় বলে জানা যায় তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতাল সূত্রে।