দক্ষিণ জেলার বিভিন্ন জায়গার বন্যা বিধ্বস্ত এলাকা ঘুরে দেখন কেন্দ্রীয় প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক, ২৯ আগস্ট, ২০২৪: দক্ষিণ জেলার বিভিন্ন জায়গার বন্যা বিধ্বস্ত এলাকা ঘুরে দেখন কেন্দ্রীয় প্রতিনিধি দল। প্রথমে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ দক্ষিণ জেলা সদর বিলোনিয়াতে এসে সার্কিট হাউসের কনফারেন্স হলে আলোচনা সভাতে বসেন প্রতিনিধি দলটি।

দক্ষিণ জেলার বন্যা বিধ্বস্ত ক্ষতিগ্রস্ত এলাকা সহ বিদ্যুৎ, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, স্কুল ব্লিডিং , অঙ্গনওয়াড়ি সেন্টার, রাস্তাঘাট, বাড়িঘর, ব্রীজ, কৃষি, মৎস ক্ষতির তথ্য চিত্র তুলে ধরে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সাথে আলোচনা করেন জেলা শাসক স্মিতা মল এম এস। এইদিন কেন্দ্রীয় প্রতিনিধি দলে ছিলেন, বিসি জোশি, জিন্টু দাস ও উমেশ কুমার রাম।

এছাড়া অতিরিক্ত সচিব ছিলেন তমাল মজুমদার, অতিরিক্ত জেলা শাসক, বিলোনিয়া মহকুমা শাসক রিঙ্কু লাহার সহ দক্ষিণ জেলার বিভিন্ন ব্লকের বিডিও সহ অন্যান্য আধিকারিকরা।

এরপর বিলোনিয়া মুহুরী নদী, নন্দীপাড়া , মাইছড়া, জীরতলী মেরন টিলা ,পশ্চিম কলাবাড়িয়া বাড়ি ঘরের ধ্বংস স্তুপ সহ বিলোনিয়া ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সংলগ্ন রতন মনি ব্রীজ পরিদর্শন করার পর, দক্ষিণ জেলার শান্তির বাজার, সাব্রুম মহকুমার উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় প্রতিনিধি দলটি।