ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার বিধ্বস্ত!

অনলাইন ডেস্ক, ৩১ আগস্ট, ২০২৪: একটি ত্রুটিপূর্ণ হেলিকপ্টার উত্তরাখণ্ডের কেদারনাথ থেকে গাউচরে নিয়ে যাওয়ার সময় মন্দাকিনী নদীর কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ত্রুটিপূর্ণ হেলিকপ্টারটি মেরামতের জন্য এমআই-১৭ হেলিকপ্টারের মাধ্যমে এয়ারলিফ্ট করা হচ্ছিল।

ওই সময় ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে কেউ হতাহত হয়নি। সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, শনিবার সকালে কেদারনাথ ধামে অবতরণের সময় যান্ত্রিক গোলযোগের কারণে বিকল হয়ে গিয়েছিল হেলিকপ্টারটি।

সেটিকে এয়ারলিফট করে ফিরিয়ে আনছিল উদ্ধারকারী এমআই-১৭ চপার। এর সঙ্গে চেইন দিয়ে বেঁধে নিয়ে আসা হচ্ছিল। কিছুদূর যেতেই হেলিকপ্টার ও বাতাসের চাপে ভারসাম্য হারাতে শুরু করে MI-17 সেই সময়ই মান্দাকানি নদীর কাছে মাঝ আকাশ থেকে একটি নিরাপদ জায়গায় হেলিকপ্টারটিকে ফেলে দিতে বাধ্য হন পাইলট।

তবে কোনো যাত্রী বা লাগেজ ছিল না যাবো উদ্ধারকারী দল ঘটনাস্থলেই আগেই ছিল। গত 24 মে প্রযুক্তিগত ত্রুটির কারণে কেদারনাথে জরুরী অবতরণ করাতে হয়েছিল হেলিকপ্টারটি হেলিকপ্টারটি অব্যবহৃত ছিল এবং মেরামতের জন্য এমআই-17 বিমানের সাহায্যে গাউচার এয়ারস্ট্রিপে নিয়ে যাওয়া হচ্ছিলো।