অন্যায় আবদার মানেনি পরিবার, পেট্রল ঢেলে শ্বশুরবাড়ি পুড়িয়ে দিল কীর্তিমান জামাই

অনলাইন ডেস্ক, ৩১ আগস্ট, ২০২৪: জামাইয়ের অন্যায় আবদার মানেনি শ্বশুরবাড়ির পরিবার। তাই পেট্রল ঢেলে শ্বশুরবাড়ি পুড়িয়ে দিল জামাই। ঘটনাটি ঘটেছে ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার বাহালনগর গ্রামে।

বছর দুয়েক আগে স্ত্রীকে মারা যাওয়ার পরেও শ্বশুরবাড়িতে আসা যাওয়া ছিল জামাই রমজান শেখের। সংবাদ সূত্র জানা যায়, শুক্রবার রাতে শ্বশুরবাড়িতে গিয়ে শ্যালকের স্ত্রীকে বিয়ের প্রস্তাব দেন তিনি। প্রস্তাব মেনে না নেওয়ায় আচমকা বাড়িতে আগুন লাগিয়ে দেন। এতে রমজান শেখসহ পাঁচ জনের মৃত্যু হয়।

প্রতিবেদনে জানা যায়, স্ত্রীর মৃত্যু হলেও শ্বশুরবাড়িতে যাতায়াত রমজানের। দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে শ্যালকের স্ত্রীকে বিয়ে করার প্রস্তাব দিয়ে যাচ্ছিল জামাই রমজান। কিন্তু সেই প্রস্তাব মেনে নেয় নি পরিবার।

এরই জেরে গত শুক্রবার রাতে শ্বশুরবাড়িতে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় অভিযুক্ত জামাই। প্রতিবেশীরা জানিয়াছেন আগুন লাগার পর তীব্র শব্দে এক বিস্ফোরণ হয়। এরপরই তড়িঘড়ি সাগরদিঘি থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে এসে আহতদর উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।