অনলাইন ডেস্ক, ১৮ সেপ্টেম্বর, ২০২৪: পানীয় জল ও বিদ্যুতের দাবীতে সিপাহীজলা জেলার বক্সনগর-বিশালগড় সড়কের মাণিক্যনগরে অবরোধ আন্দোলন এলাকাবাসীর৷ তাঁদের দাবী বুধবারের মধ্যে এলাকায় পানীয় জল সরবরাহ এবং বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে হবে৷ তা না হলে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ চলতে থাকবে৷
জানা গিয়েছে, গত কয়েকদিন যাবৎ মাণিক্যনগর এলাকায় পানীয় জল সরবরাহ বিঘ্নিত হচ্ছে৷ কারণ বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত৷ এই পরিস্থিতিতে বাধ্য হয়ে মাণিক্যনগর এলাকার লোকজন এদিন বক্সনগর-বিশালগড় সড়কের মাণিক্যনগর এলাকায় অবরোধ গড়ে তুলেন৷ অবরোধের ফলে ওই সড়কে প্রচুর সংখ্যায় যানবাহন আটকা পড়ে৷
খবর পেয়ে সেখানে পৌঁছে পুলিশ, বিদ্যুৎ নিগমের কর্মী এবং পানীয় জল দপ্তরের কর্মীরা৷ দীর্ঘ সময় অবরোধকারীদের সাথে আলোচনা চলে৷ অবরোধকারী জনগণের দাবী আজকের মধ্যেই এলাকায় বিদ্যুৎ পরিষেবা এবং পানীয় জল সরবরাহ স্বাভাবিক করতে হবে, তবেই অবরোধ প্রত্যাহার করা হবে৷ দীর্ঘ সময় আলোচনার পর অবরোধ প্রত্যাহার করা হয়েছে বলে জানা গিয়েছে৷