আবারও রেলের চাকায় কাটা পড়ে মৃত্যু মহিলার

অনলাইন ডেস্ক, ১৮ সেপ্টেম্বর, ২০২৪: আবারও রেলের চাকায় কাটা পড়ে মৃত্যু মহিলার। ঘটনাটি ঘটেছে গোমতী জেলার উদয়পুরের বৈষ্ণবীচড় এলাকায়। মৃতদেহ খবর লেখা পর্যন্ত সনাক্ত কর হয়নি।

জানা গিয়েছে, বুধবার সাব্রুম থেকে আগরতলায় ডেমু ট্রেন যাওয়ার সময় উদয়পুর ‌বৈষ্ণবীচড় এলাকায় কাটা পড়ে ওই মহিলার মৃত্যু হয়।

জিআরপিএফ থানার এক পুলিশকর্মী জানিয়ে, সাব্রুম থেকে আগরতলা যাওয়ার সময় ডেমু ট্রেনে এক মহিলার মৃত্যুর খবর বিশ্রামগঞ্জ থানার ওসি তাঁকে জানানোর পর সঙ্গে সঙ্গে জিআরপি থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখে।

সঙ্গে সঙ্গে রাধা কিশোর পুর থানায় ও কাকড়াবন থানায় খবর পাঠানো হয়। মহিলার মৃতদেহ গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মহিলার পরিচয় না জানা গেলও বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ হবে বলে জানা যায়। পুলিশ মহিলার পরিচয় জানার জন্য চেষ্টা করছে।