অনলাইন ডেস্ক, ১৮ সেপ্টেম্বর, ২০২৪: ৩১ অক্টোবর থেকে ত্রিপুরার গোমতী জেলার উদয়পুরের মাতাবাড়িতে ত্রিপুরেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হবে তিনদিনব্যাপী দেওয়ালি মেলা ও উৎসব। এই মেলা চলবে ২ নভেম্বর পর্যন্ত।
বুধবার গোমতী জেলা প্রশাসনের কনফারেন্স হলে আয়োজিত দেওয়ালি মেলা ও উৎসব কমিটির প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত হয়।
মেলায় আগত পূর্ণার্থীরা যাতে কোনো ধরণের অসুবিধায় না পরেন তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দেন।
অর্থমন্ত্রী এদিনের সভায় সভাপতিত্ব করে এই মেলাকে সুন্দর ও সফলভাবে সম্পূর্ণ করার জন্য তিনি সকলকে এক সাথে কাজ করার জন্য পরামর্শ দেন।
আজকের এই সভায় সিদ্ধান্ত হয় রাজ্যের ও বহি:রাজ্যের শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই মেলা সুন্দরভাবে আয়োজনের জন্য বিধায়ক অভিষেক দেবরায়কে চেয়ারম্যান করে একটি মনিটরি কমিটি গঠন করা হয়।