অগ্নিদগ্ধ হয়ে শতবর্ষ উর্ধের এক মহিলার মৃত্যু

অনলাইন ডেস্ক, ১৮ সেপ্টেম্বর, ২০২৪: অগ্নিদগ্ধ হয়ে শতবর্ষ উর্ধের এক মহিলার মৃত্যুর ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য। ঘটনা দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া থানার অন্তর্গত ঋষ্যমুখ ব্লকের শ্যামলী বাজারের শ্রীপুর এলাকায়। মৃতার নাম মল্লিকা গুহ।

বয়স ১০১ বছর। বুধবার সকালে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। জানা গেছে নিজের বাড়ী থেকে প্রায় ৫০ মিটার দূরে একটি টিলার উপর মহিলার একটি ঘর রয়েছে। তাদের একটি পানের বড় রয়েছে। ঘরটিতে পানের বড়ের জন্য ছন মজুত করা ছিল।

সেই ঘরেই অগ্নিদগ্ধ হন মল্লিকা গুহ। সূত্রের খবর ঘরের ভিতরের দিকে দড়জায় কড়া লাগানো অবস্থায় আগুনে পুড়ে মৃত্যু হয় ওই মহিলার। খবর পেয়ে ঋষ্যমুখ থেকে দমকলের একটি ইঞ্জিন সহ দমকল কর্মীরা ঘটনা স্থলে ছুটে যান।

কিন্তু মূল সড়ক থেকে ঘটনাস্থলে যাওয়ার রাস্তার বেহাল দশা হওয়ার কারণে ঘটনাস্থলে আগুন নেভানোর গাড়ি পৌছাতে পারেনি। দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও জল না থাকার কারণে আগুন নেভানো যায়নি বলে খবর।

ফলে ঘরেই মহিলার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঋষ্যমুখ ফাঁড়ির পুলিশ। এলাকাবাসীর অভিমত পারিবারিক কলহের কারণেই মল্লিকা গুহ আত্মহত্যা করেছেন। মল্লিকা গুহ স্বাক্ষরতা মিশনের ঋষ্যমুখ ব্লকের বি টি ছিলেন।

পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। মল্লিকা গুহের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।