যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরে ত্রিপুরা স্কাউড গাইড ভলান্টিয়ারদের ডেপুটেশন

অনলাইন ডেস্ক, ৩০ অক্টোবর, ২০২৪ : ত্রিপুরা স্কাউড গাইড ভলান্টিয়াররা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ত্রিপুরা স্কাউড গাইড ভলান্টিয়াররা এইদিন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তার কার্যালয়ে গিয়ে দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে।

ত্রিপুরা স্কাউড গাইড ভলান্টিয়াররা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিন সম্প্রতি ত্রিপুরা স্কাউড গাইড-এর নতুন কমিটি গঠন করা হয়। তারপর দপ্তরের অধিকর্তার কার্যালয়ে কর্মরত দুই জন স্কাউড গাইড প্রতিক্ষককে কর্মচ্যুত করা হয়েছে। তাই তারা এইদিন দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেছে।

Recent Posts