অনলাইন ডেস্ক, ১ নভেম্বর, ২০২৪: সম্প্রতি খোয়াই থানার পুলিশ বিপুল পরিমাণ চুরির সামগ্রী সহ চার চোরকে গ্রেপ্তার করে। ধৃতরা হল বচ্চন মুন্ডা, বাদল মুন্ডা, রাজেশ ঝড়া ও অঞ্জনা দাস সিনহা। বর্তমানে তারা পুলিশ রিমান্ডে রয়েছে।
পুলিশ রিমান্ডে থাকা এই চার জনকে বৃহস্পতিবার রাতে ডাক্তারি পরীক্ষার জন্য খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পালিয়ে যায় দুইজন। জেলা হাসপাতাল সংলগ্ন ব্রিজের উপর পুলিশের গাড়ির গতি কমালে বচ্চন মুণ্ডা ও বাদল মুণ্ডা পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।
সাথে সাথে পলাতক দুই অভিযুক্তর সন্ধানে নামে খোয়াই থানার পুলিশ। শুক্রবার সকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পলাতক দুই অভিযুক্ত ধলাবিল কার্গিল টিলা এলাকায় ধান ক্ষেতে লুকিয়ে রয়েছে। সাথে সাথে খোয়াই থানার পুলিশ এলাকায় ছুটে যায়।
এবং গোটা এলাকা ঘেরাও করে পুনরায় পলাতক অভিযুক্ত বচ্চন মুণ্ডা ও বাদল মুণ্ডাকে গ্রেপ্তার করে পুলিশ। এই বিষয়ে বিস্তারিত জানান খোয়াই থানার এক পুলিশ অফিসার।