প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস পালন

অনলাইন ডেস্ক, ১ নভেম্বর, ২০২৪: ৩১ অক্টোবর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। এদিন প্রথমে কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।

তারপর মিছিল করে গান্ধীঘাট গিয়ে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলীয় নেতৃত্ব। সেখান থেকে সংহতির পদযাত্রা অনুষ্ঠিত করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায়, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থক। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ভারতরত্ন ইন্দিরা গান্ধী আজও প্রাসঙ্গিক প্রত্যেক ভারতবাসীর মনে। তিনি দেশের অখন্ডতা রক্ষা করেছেন।

দেশের উগ্রবাদী ও বিচ্ছিন্নতাবাদীর বিরুদ্ধে এবং সংহতি রক্ষা করতে দেশবাসীকে পথ দেখিয়েছেন। আজ দেশে সংহতি ও অখন্ডতা বিরোধী এবং বিবেদগ্রামী শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে। তারা দেশকে খন্ড, বিখন্ড করে দিতে চাইছে। এর বিরুদ্ধে সংহতি ও ন্যায়ের লড়াই কংগ্রেসের অব্যাহত থাকবে। মানুষকে এই লড়াইয়ে অবতীর্ণ হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। আগামী ১৯ দিন ব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। এদিন মিছিলটি শহরের বিভিন্ন পরিক্রমা করে।