১৫-১৭ নভেম্বর ৩ দিনব্যাপী, ব্ৰহ্মকুন্ড মেলা

অনলাইন ডেস্ক, ২ নভেম্বর, ২০২৪: আগামী ১৫-১৭ নভেম্বর রাসপূর্ণিমা উপলক্ষে ৩ দিনব্যাপী ব্রহ্মকুন্ড মেলা অনুষ্ঠিত হবে৷ আজ ব্রহ্মকুন্ড গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, টিটিএএডিসি’র কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, ভাইস চেয়ারম্যান সঞ্জীব কুমার দাস, হেজামারা বিএসি’র চেয়ারম্যান সুনীল দেববর্মা, ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ,

মোহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন অনীতা দেবনাথ, জিলা পরিষদের সদস্য জয়লাল দাস, মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত, মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ, পশ্চিম ত্রিপুরা জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহকারি অধিকর্তা অমৃত দেববর্মা, মোহনপুর ব্লকের বিডিও ধৃতিশেখর রায় প্রমুখ।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৩ দিনব্যাপী ব্রহ্মকুন্ড মেলা উপলক্ষে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। তাছাড়াও মেলা উপলক্ষে বিভিন্ন দপ্তর ও স্বসহায়ক দলের প্রদর্শনী মন্ডপ খোলা হবে৷ মেলায় দোকান খোলার জন্য আগামী ৯ থেকে ১২ নভেম্বর নাম নথীভুক্ত করতে হবে।

আগামী ১৩ নভেম্বর লটারির মাধ্যমে দোকান ভিটি বন্টন করা হবে৷ সভায় ব্ৰহ্মকুন্ড মেলাকে সফল করে তোলার জন্য একটি পরিচালন কমিটি গঠন করা হয়েছে। সভায় জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী ব্রহ্মকুন্ড মেলা সফল করে তোলার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।