প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন

অনলাইন ডেস্ক,০৩ নভেম্বর, ২০২৪: রবিবার রাজধানীর আড়ালিয়া এলাকায় প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ বিশাল কুমার।

তিনি বক্তব্য রেখে বলেন, ত্রিপুরায় ১৪ শতাংশ মানুষের মধ্যে ডায়াবেটিস রয়েছে। ডায়াবেটিস হওয়ার মূল কারণ হলো অতিরিক্ত চিনি ব্যবহার করা। আর সবচেয়ে বেশি চিনি ব্যবহার করা হয় এই রাজ্যে।

প্রত্যেককে সুস্থ থাকার জন্য চিনি ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। একই সাথে তিনি বলেন, ব্লাড প্রেসারের সমস্যা রয়েছে বহু মানুষের। ব্লাড প্রেসার হওয়ার পেছনে মূলত কারণ হলো খাবারের নিয়ন্ত্রণ না করা এবং নিয়মিত শরীরচর্চা না করা।

নিজেকে ব্লাড প্রেসার থেকে দূরে রাখতে নিয়মিত শরীর চর্চা সহ খাবারে নিয়ন্ত্রণ করতে হবে। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক ছাড়াও অন্যান্য বিশিষ্টজনেরা। জেলাশাসক সহ অন্যান্যরা এদিন স্বাস্থ্য শিবির ঘুরে দেখেন। এই ধরনের উদ্যোগকে প্রশংসা করেন তিনি।