নিয়োগের দাবিতে সরব হল টেট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা

অনলাইন ডেস্ক,০৪ নভেম্বর, ২০২৪: সর্বশেষ ২০২২ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয় টেট পরীক্ষা। প্রায় ৪০ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল। তার মধ্যে মাত্র ২৪৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। দীর্ঘ দুই বছর অতিক্রান্ত হতে চলেছে, কিন্তু এই ২৪৯ জনকে এখনো পর্যন্ত নিয়োগ করা হয় নি।

সোমবার টেট পরীক্ষায় উত্তীর্ণদের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে টেট উত্তীর্ণরা জানায় বহুবার তারা শিক্ষা দপ্তরে গিয়েছে। মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে।

এইদিন টেট উত্তীর্ণরা সাংবাদিক সম্মেলন থেকে দাবি জানায়, তাদের যেন দ্রুত এক সাথে নিয়োগ করা হয়। তারা এইদিন অভিযোগ করে রাজ্যে হাজার হাজার শিক্ষক পদ শূন্য পড়ে রয়েছে, অথচ তাদেরকে নিয়োগ করা হচ্ছে না। দুই বছর ধরে তারা মন্ত্রীদের দ্বারে দ্বারে ঘুরছে। তাদেরকে হয়রানি করা হচ্ছে।