অনলাইন ডেস্ক, 10 নভেম্বর, ২০২৪। জগদ্ধাত্রী পূজা একটি বিশিষ্ট উৎসব হলেও, দুর্গা বা কালীপূজার তুলনায় এই পূজার প্রচলন অপেক্ষাকৃত কম। আর জগদ্ধাত্রী হলেন দুর্গার অন্যতম রূপ।
প্রতিবছর ধুমধাম করে এই পূজার আয়োজন করা হয় আগরতলা শহরের বিভিন্ন বনেদী বাড়ি এবং আনন্দময়ী কালীবাড়িতে। এ বছরও ব্যাপক জাকজমক ভাবে আনন্দময়ী কালীবাড়িতে জগদ্ধাত্রী পূজার আয়োজন করা হয়েছে। পুজোর পুরোহিত জানান, পৃথিবীতে সব জীব মায়ের সৃষ্টি।
তাই কল্যাণের জন্য প্রতিবছরের মত এ বছরও আনন্দময়ী আশ্রমে জগদ্ধাত্রী পূজার আয়োজন করা হয়েছে। সকাল থেকেই ছিল ভক্তদের ব্যাপক সমাগম। এই সার্বজনীন পূজায় ব্রতী হয়েছে সব অংশের মানুষ।