প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা ভারতচন্দ্রনগর ব্লকে মৎস্যজীবীদের সহায়তা

অনলাইন ডেস্ক, ১৩ নভেম্বর ২০২৪। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় বিলোনীয়া মহকুমার ভারতচন্দ্রনগর ব্লকের ৪ জন মৎস্যজীবীকে আইস বক্স সহ অটো এবং আইস বক্স সহ মোটর সাইকেল ক্রয় করার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

 

এজন্য ব্যয় হয়েছে ৩ লক্ষ ৬০ হাজার টাকা। তাছাড়াও এই যোজনায় ব্লকের ২ জন মহিলা মৎস্যজীবীকে আইস বক্স সহ বাইসাইকেল ক্রয় করার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এজন্য ব্যয় হয়েছে ১২ হাজার টাকা। বিলোনীয়া মৎস্য তত্ত্বাবধায়ক কার্যালয় থেকে এ সংবাদ জানানো হয়েছে।

Recent Posts