অনলাইন ডেস্ক,১৫ নভেম্বর, ২০২৪: কৈলাসহরে একের পর এক চুরি অব্যাহত। এবার কালী মন্দিরের ভিতরে প্রবেশ করে প্রতিমার স্বর্নালংকার চুরি করে নিয়ে যায় চোরের দল। ঘটনা কৈলাসহরের ভগবান নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত এক ইট ভাট্টায়। ভগবান নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত ইট ভাট্টার মালিক বিশ্বজিত বিশ্বাস জানান, তিনি এই এলাকায় প্রায় পঁচিশ থেকে ত্রিশ বছর ধরে ব্যবসা করছেন। ইট ভাট্টায় প্রতিষ্ঠিত সিদ্বেশরী কালী মায়ের মন্দির রয়েছে।
প্রতিদিন নিয়মিত ভাবে মায়ের পূজা করা হয়ে থাকে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে মন্দিরে পুজার পর সন্ধ্যায় মন্দির তালাবন্ধী করে বাড়ি চলে যান পুরোহিত। প্রতিদিনের মতো পনেরো নভেম্বর শুক্রবার সকালবেলা পুরোহিত মন্দিরে প্রবেশ করে দেখেন মন্দিরের দরজা খোলা এবং মন্দিরের বারান্দার মেজেতে ভাঙ্গা তালা ও লোহার রড পড়ে আছে।
এই দৃশ্য দেখে পুরোহিতের সন্দেহ হবার পর পুরোহিত ইট ভাট্রার মালিক সহ অন্যান্য শ্রমিকদের ডাকাডাকি শুরু করে। সবাই মন্দিরে এসে এই দৃশ্য দেখার পর লক্ষ্য করেন প্রতিমার স্বর্ণালংকার নেই। সাথে সাথেই কৈলাসহর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন।