৭৬তম এনসিসি দিবস উদযাপন, এনসিসি জাতীয় সংহতির ভাবনাকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় : রাজ্যপাল

অনলাইন ডেস্ক, ২৪ নভেম্বর, ২০২৪: এনসিসি দেশের বিভিন্ন অঞ্চলে যুবাদের মধ্যে জাতীয় সংহতির ভাবনাকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এনসিসিতে শুধুমাত্র সামরিক প্রশিক্ষণই দেওয়া হয় না৷ পাশাপাশি এনসিসি ক্যাডেটদের মধ্যে নেতৃত্বদানের ক্ষমতা তৈরি করে, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতার ভাবনা তৈরি করতেও সহায়ক ভূমিকা নেয়।

রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সকালে আগরতলার এলবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে ৭৬তম এনসিসি দিবস উদযাপন অনুষ্ঠানে একথা বলেন। এনসিসি অ্যালামনি অ্যাসোসিয়েশন এবং ১৩তম ত্রিপুরা এনসিসি ব্যাটেলিয়নের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, এনসিসি ক্যাডেটদের প্রশিক্ষণ শুধুমাত্র সেনাবাহিনীতে চাকরির সুবিধা করে দেয় তা নয়, জীবনের সর্বক্ষেত্রে সাফল্যের ভিতও তৈরি করে দেয়।

অনুষ্ঠানে এনসিসি ক্যাডেটদের পক্ষ থেকে রাজ্যপালকে গার্ড অব অনার দেওয়া হয়। তাছাড়াও রাজ্যপাল এলবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আরও বলেন, ত্রিপুরার এনসিসি ক্যাডেটরা ইতিমধ্যেই বিপর্যয়ের সময় সাহসিকতা ও আত্মনিয়োগের পরিচয় দিয়েছেন।

তেমনি তারা পরিবেশ রক্ষায় এবং আইন শৃঙ্খলা রক্ষায়ও বিশেষ ভূমিকা নিয়েছেন। আমাদের দেশের শক্তি নিহিত রয়েছে আমাদের যুব শক্তিতে। এনসিসি প্রমাণ করে দিয়েছে যে, যুব শক্তিকে যদি সঠিকভাবে পরিচালনা করা যায় তাহলে তারা সমৃদ্ধ ও শক্তিশালী ভারত গঠনের ভিত হতে পারে৷ অনুষ্ঠানে রাজ্যপাল ‘রান ফর ফান’ দৌড়ের সূচনা করেন।

এরপর অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায় এলবার্ট এক্কা পার্ক থেকে সাইক্লোথনের ফ্ল্যাগ অফ করেন। রাজ্যপাল নিজেও এই সাইক্লোথনে অংশ নেন৷ তাছাড়া ও এনসিসি অ্যালামনি ও এনসিসির ক্যাডেটসগণ সাইক্লোথনে অংশ নেন৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ১৩তম ত্রিপুরা এনসিসি ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার কর্ণেল রাজাশেখর৷