ঊনকোটি জেলা হাসপাতাল পরিদর্শনে ন্যাশনাল হেলথ মিশনের অধিকর্তা

অনলাইন ডেস্ক, ২৫ নভেম্বর, ২০২৪: ঊনকোটি জেলা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার সামগ্রিক উন্নয়ন ও পরিকাঠামগত উন্নয়নে কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে এ সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে আজ ন্যাশনাল হেলথ মিশনের অধিকর্তা ডক্টর সমিত রায় চৌধুরী এবং স্বাস্থ্য অধিকর্তা ডা. শৌভিক দেববর্মা ঊনকোটি জেলা হাসপাতাল পরিদর্শন করেন।

পরিদর্শন কর্মসূচিতে সঙ্গে ছিলেন অন্যান্য দপ্তরের আধিকারিকগণ। এই পরিদর্শনে আধিকারিকগণ ঊনকোটি জেলা হাসপাতালটির সামগ্রিক দিক খতিয়ে দেখে এক বৈঠকে মিলিত হন। হাসপাতালের পরিষেবাগত মানোন্নয়ন সহ উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান এবং বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

জেলা হাসপাতালে যেসব পরিষেবা বন্ধ রয়েছে বিশেষ করে অক্সিজেন প্লান্ট খুব শীঘ্রই চালু করা হবে। উক্ত পরিদর্শন কর্মসূচিতে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর শৌভিক দেববর্মা, ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা শাসক ফ্রান্সিস দারলং, কৈলাশহরের মহকুমাশাসক প্রদীপ সরকার, ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শীর্ষেন্দু চাকমা, ঊনকোটি জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর রোহন পাল, ঊনকোটি জেলার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রদীপ চন্দ্র দাস সহ ও পূর্ত দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা। ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।

Recent Posts