সাংবাদিক সম্মেলনে আইন দপ্তরের সচিব, আগামীকাল বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে সংবিধান দিবস পালন করা হবে

অনলাইন ডেস্ক, ২৫ নভেম্বর, ২০২৪: আগামীকাল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশের সাথে রাজ্যেও সংবিধান দিবস পালন করা হবে। এ উপলক্ষ্যে আগামীকাল সকাল ১১ টায় রাজ্যের স্কুল, কলেজ, অফিস সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে সংবিধানের প্রস্তাবনা পাঠ করা হবে।

আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে আইন দপ্তরের সচিব সঞ্জয় ভট্টাচার্য্য এই সংবাদ জানান। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, এবছর সংবিধান গৃহীত হওয়ার ৭৫তম বছর উপলক্ষ্যে সারা বছর ব্যাপী রাজ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংবিধান দিবস উদ্যাপনের অঙ্গ হিসাবে আগামীকাল সকাল ৭টায় উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে এক পদযাত্রাও অনুষ্ঠিত হবে।

পদযাত্রা উজ্জয়ন্ত প্রাসাদ সংলগ্ন ড. বি. আর. আম্বেদকরের মর্মর মূর্তির নিকট সংবিধানের প্রস্তাবনা পাঠের মধ্য দিয়ে সমাপ্ত হবে। এই পদযাত্রায় সকল অংশের জনগণের উপস্থিতি তিনি প্রত্যাশা করেন। সাংবাদিক সম্মেলনে সচিব জানান, ভারতের সংবিধান গৃহীত হওয়ার ৭৫তম বছর উদ্যাপনের অঙ্গ হিসাবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারকে নির্দেশিকা দেওয়া হয়েছে।

আগামী ৩০ নভেম্বরের মধ্যে রাজ্যের বিভিন্ন দপ্তর সংবিধান দিবস পালনে তাদের নিজস্ব কর্মসূচি প্রস্তুত করে রাজ্য আইন দপ্তরের কাছে পাঠাবে। সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য্য রাজ্যে সংবিধান দিবস পালনে রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচিসমূহের কথা তুলে ধরেন। এছাড়াও সাংবাদিক সম্মেলনে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ সংবিধান দিবস উদযাপন উপলক্ষ্যে দপ্তরের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে আলোকপাত করেন।

Recent Posts