সংবিধান দিবস উপলক্ষে রাজ্যপালের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক, ২৫ নভেম্বর, ২০২৪: ২৬ নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল বলেছেন, এই দিনটিতে আমরা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত এবং নাগরিকদের অধিকার ও দায়িত্বের ভিত্তি হিসেবে ভারতের সংবিধান গৃহীত হওয়ার দিন হিসেবে স্মরণ করি।

এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, সংবিধান প্রণেতারা কি উদ্দেশ্য ও মূল্যবোধ নিয়ে সংবিধান প্রণয়ন করেছিলেন। এতে নিহিত রয়েছে ন্যায়, স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্বের ভাবনা। এই উপলক্ষে আমরা দেশের স্বাধীনতা অর্জনের আন্দোলন ও আত্মত্যাগকেও স্মরণ করি।

রাজ্যপাল বলেন, আমাদের সংবিধান শুধুমাত্র একটি আইনী দলিল নয়, এক ঐক্যবদ্ধ ও প্রগতিশীল সমাজের পথপ্রদর্শকও। সংবিধান প্রতিটি ব্যক্তিকে ক্ষমতায়িত করে তার আত্মমর্যাদা ও স্বাধীনতাকে সুরক্ষিত করে। আসুন আমরা অন্যদের অধিকারকে মর্যাদা দিয়ে দায়িত্ববান নাগরিকের ভূমিকা পালন করি এবং মহান রাজ্য ও দেশ গঠনের কাজে যোগদান করি। এই দিনটিতে সংবিধানের নীতিমালাকে ঊর্দ্ধে তুলে ধরার জন্য অঙ্গীকারবদ্ধ হতে এবং সকলের জন্য এক উজ্জ্বল ভবষ্যৎ গঠনের লক্ষ্যে মিলেমিশে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল।

Recent Posts