পদ্মঢ়েপায় মৎস্য উৎপাদন মিলের উদ্বোধন, গ্রামীণ অর্থনীতির বিকাশে মৎস্য চাষকে অগ্রাধিকার দেওয়া হয়েছে : মৎস্যমন্ত্রী

অনলাইন ডেস্ক, ২৬ নভেম্বর, ২০২৪: গ্রামীণ অর্থনীতির বিকাশে মৎস্য চাষকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এক্ষেত্রে কেন্দ্রীয় প্ৰকল্প প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে। আজ মেলাঘর ব্লকের পদ্মটেপায় নবনির্মিত মিনি মৎস্য উৎপাদন মিলের উদ্বোধন করে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস একথা বলেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় পদ্মঢেপায় এই মিলটি নির্মাণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, মেলাঘর পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন গুরুপদ রায়, সমাজসেবী দেবব্রত ভট্টাচার্য, সমাজসেবী বিশ্বজিৎ দাস প্রমুখ।

অনুষ্ঠানে মৎস্যমন্ত্রী আরও বলেন, মিনি ফিস ফিড মিলটি সমবায় সমিতির সদস্যদের কাছে একটা সম্পদ হয়ে উঠবে। তিনি আশা প্রকাশ করেন এই মিলটির মাধ্যমে সমবায় সমিতির সদস্যরা আগামীদিনে স্বনির্ভর হয়ে উঠবেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেলাঘর মৎস্যজীবী সমবায় সমিতির সহ সভাপতি উৎপল দাস। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি উত্তম নম।

Recent Posts