অনলাইন ডেস্ক, ২৬ নভেম্বর, ২০২৪: ভারতীয় সংবিধান গ্রহণের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজ আগরতলার মহারাণী তুলসীবতী মহিলা বিদ্যালয়ের কনফারেন্স হলে রাজ্যভিত্তিক যুব সংসদ প্রতিযোগিতা আয়োজিত হয়। বিদ্যালয় শিক্ষা অধিকর্তা এন সি শর্মা সংবিধান দিবসের শপথ গ্রহণ ও ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
প্রতিযোগিতার উদ্বোধন করে তিনি বলেন, আমাদের দেশের সংবিধান আমাদের কাছে একটি পবিত্র গ্রন্থ ও গণতান্ত্রিক মূল্যবোধের মূল ভিত্তি। এই সংবিধানে আমাদের প্রাপ্য সমস্ত অধিকার, দায়িত্ব ও কর্তব্য বিষয় হিসাবে লিপিবদ্ধ আছে। সংবিধানের সমস্ত রীতি নীতিগুলিকে মান্যতা দেওয়ারও আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। সঠিক ভাবে সংবিধানের বিষয়গুলিকে বাস্তবায়ণের মাধ্যমে আমরা ভারতবাসী হিসাবে একটি মহান জাতির পরিচয় দিতে পারি। সংবিধানের বিশাল গুরুত্ব উপলব্ধি করেই ছাত্রছাত্রী ও যুব সমাজের মধ্যে সংবিধানের ৭৫ বছর পূর্তির বার্তা ছড়িয়ে দিতে এবং একে উপলব্ধি করাতে এই যুব সংসদ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সহ অধ্যক্ষা প্রীতি দেববর্মা বলেন, আজ সংবিধান দিবস। ভারতীয় জনগণের জন্য এই দিবসটি একটি গুরুত্বপূর্ণ দিবস। এই সংবিধান হচ্ছে ভারত রাষ্ট্রের জনগণের অধিকার, দায়িত্ব ও কর্তব্য সুরক্ষিত রাখার এক বলিষ্ট দলিল। এই দলিলকে মর্যাদা দেওয়াও আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। রাজ্যভিত্তিক এই যুব সংসদ প্রতিযোগিতায় পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, খোয়াই ও গোমতী এই চারটি জেলার ৯৩টি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে ৯৩ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
এই প্রতিযোগিতায় প্রথম হয় পশ্চিম ত্রিপুরা জেলা, দ্বিতীয় হয় গোমতী জেলা এবং তৃতীয় স্থান লাভ করে খোয়াই জেলা। প্রতিযোগিতার বিচারক হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য আইন বিভাগের উপসচিব শঙ্খশুভ্র দত্ত, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোস্তাফা কামাল এবং এসসিইআরটি’র ওএসডি দেবাশিস রায়। অনুষ্ঠান শেষে অতিথিগণ ও বিচারকগণ বিজয়ী জেলার দলের ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া সংবিধান দিবসের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের ক্যাম্পাস হলে ভারতীয় সংবিধান বিষয়ক একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়।