অনলাইন ডেস্ক, ২৬ নভেম্বর, ২০২৪: জনজীবনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে খোয়াই জেলার অন্তর্গত খোয়াই মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটার এলাকায় জনসাধারণের চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই আদেশ গত ২৫ নভেম্বর, ২০২৪ থেকে আগামী ২৩ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত বলবৎ থাকবে।
এই সময়ে প্রতিদিন রাত ৮টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত এই আদেশ কার্যকর হবে। বিএনএসএস, ২০২৩-এর ১৬৩ নং ধারা অনুযায়ী খোয়াই জেলার জেলাশাসক এই আদেশ জারি করেছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত সামরিক, আধা সামরিক, রাজ্য পুলিশ বাহিনীর সদস্যগণ, জেলা পুলিশ সুপার এবং খোয়াই মহকুমা শাসক প্রদত্ত বৈধ অনুমতি প্রাপ্ত ব্যক্তি, জরুরি কাজে নিয়োজিত সরকারি কর্মচারী এবং অবিলম্বে চিকিৎসার প্রয়োজন এমন ব্যক্তিগণ এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন।
এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিএনএস, ২০২৩-এর ১৬৩ নং ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জেলাশাসক কার্যালয় থেকে জানানো হয়েছে।