অনলাইন ডেস্ক, ২৬ নভেম্বর, ২০২৪: সংবিধান দিবস উপলক্ষে আজ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে এক র্যালি অনুষ্ঠিত হয়। উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই র্যালি ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
র্যালিতে উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, ধর্মনগর পুরপরিষদের চেয়ারপার্সন মিতালি রাণী দাস সেন, উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক এল ডার্লং, ধর্মনগরের মহকুমা শাসক সজল দেবনাথ, বিভিন্ন আধিকারিকগণ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবকগণ অংশ নেন।
এরপর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবন প্রাঙ্গণে ভারতের সংবিধানের প্রস্তাবনা পাঠ করা হয়। সংবিধান দিবসের তাৎপর্য বিশ্লেষণ করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ।