অনলাইন ডেস্ক, ২৬ নভেম্বর,২০২৪: সংবিধান দিবস উদযাপন উপলক্ষে আজ রাজধানী আগরতলায় সংবিধান পদযাত্রা আয়োজিত হয়। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এই পদযাত্রার আয়োজন করে। এবছর সংবিধান দিবস পালনের মূল থিম হলো ‘হামারা সংবিধান, হামারা স্বাভিমান’। উমাকান্ত একাডেমী প্রাঙ্গন থেকে সংবিধান পদযাত্রা শুরু হয়৷
পদযাত্রায় বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, এনসিসি, নেহরু যুব কেন্দ্র, স্কাউটস এন্ড গাইড এর স্বেচ্ছাসেবকগণ ছাড়া ২৬টি রাজ্যের ছাত্রছাত্রীরা নিজ নিজ রাজ্যের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে জাতীয় পতাকা, পোষ্টার, ব্যানার হাতে নিয়ে র্যালিতে অংশ নেয়৷ পদযাত্রায় অংশ নিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎসিংহ রায় ভারতীয় সংবিধানের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন, আজকের দিনটি দেশের মানুষের জন্য অত্যন্ত গৌরবের দিন।
এদিন দেশের সংবিধান গৃহীত হয়েছিল। তিনি বলেন, আজকের দিনটি পালনের মূল উদ্দেশ্য হলো-দেশের সংবিধান যাঁরা রচনা করেছেন এবং দেশের স্বাধীনতার জন্য যাঁরা আত্মবলিদান দিয়েছেন তাদের প্রতি সম্মান জ্ঞাপন করা এবং দেশের আপামর জনগণকে সংবিধানের ন্যায় বিচার ও অর্থনৈতিক সমতা বিষয়ে সচেতন করে তোলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার প্রচেষ্টা নিয়েছেন৷ এই প্রচেষ্টায় যুব শক্তিসহ আমাদের সকলকে সামিল হতে হবে।
অনুষ্ঠানে পতাকা নেড়ে পদযাত্রার সূচনা করে যুববিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় আজকের দিনটিকে এক ঐতিহাসিক দিন হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, সংবিধান আমাদেরকে কথা বলার, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান প্রভৃতি অধিকার দিয়েছে। দিয়েছে নানা দায়িত্ব পালনের অধিকার। সেই অধিকার ও দায়িত্ব যাতে আমরা মূল্যায়ণ করি সে ভাবনা আমাদের নতুন প্রজন্মের মধ্যেও জাগ্রত করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে এক শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন নিয়েছেন তা বাস্তবায়নে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।
মূল অনুষ্ঠানের পর এই পদযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গনে এসে সমাপ্ত হয়। সমাপ্তি অনুষ্ঠানে ড. বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, আইন সচিব সঞ্জয় ভট্টাচার্য, যুববিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, নেহরু যুব কেন্দ্রের স্টেট ডিরেক্টর বি পি শাহ প্রমুখ৷ সমাপ্তি অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎসিংহ রায় সকলকে সংবিধানের প্রস্তাবনা পাঠ করান।