অনলাইন ডেস্ক, ২৬ নভেম্বর,২০২৪: চাকরির দাবিতে বেজিমারা ২ নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিলো জমির মালিক সফিকুর রহমান। সফিকুর রহমানের দাবি ১৯৯১ সাল থেকে তাদের জমিতে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রেটি। দীর্ঘ বছর তাদের বাড়িতে যোগ্য প্রার্থী না থাকায় চাকরি পায়নি কেউই। বর্তমানে অবসর নিয়েছেন পূর্বের অঙ্গনওয়াড়ি কর্মী, ফলে বর্তমানে স্কুলে দিদিমনি শূন্য।
এলাকার পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা জমির মালিক সফিকুর রহমানকে ডেকে বলেন যেহেতু তার পরিবারের কেউ যোগ্য প্রার্থী নেই তাই তার ছেলেকে শিক্ষিত মেয়ে বিয়ে করার জন্য। যথারীতি বিয়েও করানো হয়। তারপর নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়। বেজিমারা এলাকা থেকে ছয় জন চাকরি জন্য ইন্টারভিউতে বসে। কিন্তু যখন নামের তালিকা প্রকাশ হয় তখন সফিকুরের পুত্রবধূর নাম নেই। তারপর জমির মালিক সফিকুরের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে।
মঙ্গলবার সকালে স্কুলে তালা ঝুলিয়ে দেয় তিনি। চাকরি না মিললে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে রাখা হবে বলে জানিয়েছেন তিনি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছে অঙ্গনওয়াড়ি সেন্টারের সহযোগীর কাছে। তিনি জানিয়েছেন অঙ্গনওয়াড়ি সেন্টারের মধ্যে মোট ৫২ জন ছাত্রছাত্রী রয়েছে। অঙ্গনওয়াড়ি সেন্টারটির দায়িত্ব প্রাপ্ত কর্মী চাকরি ছেড়ে চলে গেছেন।
কারণ তিনি দীর্ঘদিন ধরে মাসিক ভাতা বেতন না। তাই গত আগস্ট মাসে তিনি চাকরি ছেড়ে চলে গেছেন। তারপর থেকে অঙ্গনওয়াড়ি সেন্টারটি প্রায়ই বন্ধ রাখা হতো। আজকে সকাল থেকে অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা ঝুলিয়ে রেখেছেন জমির মালিক। এখন দেখার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিকরা কি ব্যবস্থা গ্রহণ করেন।