অনলাইন ডেস্ক, ২৭ নভেম্বর, ২০২৪: বাংলাদেশে ইসকনের প্রবক্তা চিন্ময় দাসকে গ্রেফতারের প্রতিবাদে এবং বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপর আক্রমনের প্রতিবাদে কৈলাসহরের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের মনু ল্যান্ড কাস্টমস প্রাঙ্গনে প্রতিবাদ কর্মসূচী পালন করে সনাতনী হিন্দুরা।
আন্দোলনের নেতৃত্বে ছিলেন কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে, বিজেপি কৈলাসহর মন্ডলের সভাপতি সিদ্ধার্থ দও, ঊনকোটি জেলার বরিস্ট আইনজীবী সন্দীপ দেবরায়, হিন্দু জাগরণ মঞ্চের ত্রিপুরা রাজ্যের সভাপতি উত্তম দে, সমাজসেবী বিধান দাস, দুলাল দাস, মিলন দাস সহ আরও অনেকে।
সকাল এগারোটায় সনাতনী হিন্দুরা প্রথমে কৈলাসহরের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশে অবস্থিত মনু ল্যান্ড কাস্টমস প্রাংগনে একত্রিত হয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে স্লোগান দিতে শুরু করে। পরবর্তী সময়ে শহরের বিভিন্ন রাজপথে বিক্ষোভ মিছিল করে সনাতনী হিন্দুরা।
আন্দোলন চলাকালীন সময়ে কৈলাসহর পুর পরিসদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে জানান যে, সম্পুর্ন অন্যায় ভাবে চিন্ময় দাস প্রভুকে বাংলাদেশ সরকার গ্রেফতার করে হয়রানি করছে। অবিলম্বে চিন্ময় দাস প্রভুকে নিঃশর্তে মুক্তি দিতে হবে এবং যতদিন অব্দি চিন্ময় দাস প্রভুকে মুক্তি দেওয়া হয়নি ততোদিন অব্দি সনাতনী হিন্দুরা আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানান নিতিশ দে।
তিনি আরো বলেন, কৈলাসহরের সীমান্ত দিয়ে বুধবার থেকে বাংলাদেশে সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে। যতদিন পর্যন্ত বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ বন্ধ করা হবে, ততদিন বাংলাদেশে আমদানি রপ্তানি থাকবে বলেও জানান নিতিশ দে।
তিনি একই সাথে জানান শুধু কৈলাশহর নয়, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্ত নেয়া প্রয়োজন বাংলাদেশের সাথে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন করার। তবে এদিন অগণিত বিক্ষোভকারীকে নিয়ন্ত্রণে আনতে পুলিশকে প্রচন্ড বেগ পেতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কৈলাসহরের মহকুমা পুলিশ প্রশাসনকে প্রচুর পুলিশ, টি.এস.আর এবং বি.এফ.এফ জওয়ানরা মোতায়েন করতে হয়।