অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর, ২০২৪: সামাজিক ভাতা নিয়ে প্রশাসনিকভাবে দুর্ভোগের শিকার হয়ে নথিপত্র জেরক্সের জন্য থেকে বের হয়েছিলেন এক বৃদ্ধা। কিন্তু দোকান থেকে জেরক্স করে আর বাড়ি ফেরা হলো না বৃদ্ধার। পাথর বুঝাই ট্রিপারের ধাক্কায় পান গেল তার। ঘটনা রানীরবাজার থানাধীন বিদ্ধননগর এলাকায়। মৃত বৃদ্ধার নাম ঊষা দাস। ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক ভাতা নিয়ে দুর্ভোগ পোহাতে হয় ঊষা দাসের। বৃহস্পতিবার বাড়ি থেকে নথিপত্র নিয়ে বের হয়েছিলেন তিনি।
রাস্তার পাশে এক দোকানে গিয়ে জেরক্স করে বাড়িতে ফেরার সময় পাথর বোঝাই একটি ট্রিপার তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সাথে সাথে প্রত্যক্ষদর্শীরা ছুটে আসার আগেই গাড়ি চালক ট্রিপার দাঁড় করে পালিয়ে যায়। আশেপাশে মানুষজন খবর দেয় দমকল কর্মীদের এবং পরিবারের লোকজনদের। বাড়ি বৃদ্ধননগর এলাকায়।
ঘটনাস্থলে ছুটে আসে রানীরবাজার থানার পুলিশ এবং পরিবারের লোকজন। দমকল কর্মীরা আহত ঊষা দাসকে উদ্ধার করে নিয়ে আসে জিবি হাসপাতালে। কিন্তু জিবি হাসপাতালে আনার কিছুক্ষণ পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। মৃত বৃদ্ধার মেয়ে এবং ছেলে জানায় রানীবাজার থানার পুলিশ গাড়িটি আটক করেছে। কিন্তু গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারের লোকজনদের মধ্যে।