স্বামীর সঙ্গে পরকীয়া সন্দেহে সহকর্মী তরুণীকে কুপিয়ে খুন করলেন স্ত্রী

অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর, ২০২৪: স্বামীর সঙ্গে পরকীয়া সন্দেহে সহকর্মী তরুণীকে কুপিয়ে খুন করলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জবলপুরের প্রফেসর কলোনি এলাকায়। পুলিশঅভিযুক্ত নারীকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত নারীর নাম শিখা মিশ্র, ৩৫ বছর। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সাতনা স্টেশন থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। সূত্র আনন্দ বাজার। তিনি আরেক রাজ্যে পালানোর পরিকল্পনা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

শিখার স্বামীকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মৃত তরুণীর নাম অনিকা মিশ্র। শিখার স্বামী একটি নির্মাণ সংস্থা চালাতেন। সেখানেই কাজ করতেন অনিকা। শিখার সন্দেহ হয়, অনিকা তার স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছে। বুধবার অনিকাকে ফোন করে তাদের ঘনিষ্ঠ একজনের বাড়িতে দেখা করে শিখা। দুজনের দেখা হয়।

সেখানে অনিকাকে পরকীয়ায় অভিযুক্ত করলে দুজনের মধ্যে বচসা শুরু হয়। ঝামেলার মাঝে ধারালো অস্ত্র দিয়ে অনিকাকে আঘাত করেন শিখা। যার বাড়িতে দুজনের ঝামেলা হচ্ছিল, সেই সোনম হামলা ঠেকানোর চেষ্টা করেন। কিন্তু বাধা দিলে তাকেও কোপ মারেন অভিযুক্ত। অনিকা ঘটনাস্থলেই মারা যান। সোনমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।