অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর, ২০২৪: তথ্য প্রযুক্তি ব্যবহারে উল্লেখযোগ্য সাফল্যের জন্য জাতীয় ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ডস- 2024 পুরস্কার পেয়েছে রাজ্যের তথ্য ও প্রযুক্তি দপ্তর। উচ্চমানের সেবা প্রদান, উদ্ভাবন পরিচালনা এবং রাজ্যে ইতিবাচক পরিবর্তন আনতে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়েছে।
রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তর ডিজিটাল প্রযুক্তি এবং পরিষেবা উন্নয়নের মাধ্যমে ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। এই পুরস্কার এই সব কাজের সাফল্যের স্বীকৃতি। তথ্য প্রযুক্তি দপ্তর থেকে আজ এই সংবাদ জানানো হয়েছে। ১৫তম জাতীয় ডিজিটাল ট্রান্সফরমেশন কনক্লেভ-2024 গত ১৩ ডিসেম্বর গৌহাটিতে অনুষ্ঠিত হয়।
রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তরের অধিকর্তা জেয়া রেগুল গেশান বি বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তথ্য প্রযুক্তি দপ্তরের বিভিন্ন কর্মসূচি কনক্লেভে তুলে ধরেন। কনক্লেভের পর তথ্য প্রযুক্তি দপ্তরের অধিকর্তা মর্যাদাপূর্ণ জাতীয় ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ডস পুরস্কার গ্রহণ করেন। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে উল্লেখযোগ্য পরিবর্তন, উন্নয়নে বিশেষ সাফল্যের জন্য ব্যক্তি, প্রতিষ্ঠান এবং বিভিন্ন উদ্যোগকে এই পুরস্কার দিয়ে প্রতিবছর সম্মানিত করা হয়।
রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তর বেনিফিসিয়ারি ম্যানেজমেন্ট সিস্টেম (বিএমএস) প্ল্যাটফর্ম উদ্যোগ বাস্তবায়ণের জন্য এই পুরস্কার পেয়েছে। বিএমএস- ডিবিপি প্ল্যাটফর্ম ২০২০-২১ অর্থবছরে রাজ্যে চালু হয়েছে। রাজ্যের ২৩টি দপ্তরে ১০০টি জনকল্যাণমুখী স্কিম বা প্রকল্প সম্পূর্ণ অনলাইনে এই প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজ্যের রেশন কার্ডের ডেটাবেস অনুযায়ী প্রায় ১১৬৪১৬৩ জন বেনিফিসিয়ারিকে এখন পর্যন্ত এর অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইতিমধ্যেই ১৬৩৪ কোটি ৪৫ লক্ষ টাকা ডিবিটি’র মাধ্যমে বিতরণ করা হয়েছে। বিএমএস-র প্রধান বৈশিষ্টগুলি হল দায়বদ্ধতা, স্বচ্ছতা, ভুয়া সুবিধাভোগী নির্মূলকরণ, বিভিন্ন সুবিধা প্রদান প্রক্রিয়া সরলীকরণ, কাগজবিহীন কাজকর্ম, নাগরিকদের সরাসরি অংশগ্রহণ ও সময় সাশ্রয় প্রভৃতি।
শিল্প ও বাণিজ্য দপ্তরের অধীনে ১৯৯৯ সালে ডাইরেক্টোরেট অব আইটি গঠন করা হয়েছিল। যার লক্ষ্য ত্রিপুরাকে একটি উন্নত এবং সক্ষম রাজ্যে পরিণত করা। রাজ্যে পরিবর্তিত প্রয়োজনীয়তা সঙ্গে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তি দপ্তর কাজ করছে। এই পুরস্কার তথ্য প্রযুক্তি দপ্তরের সব অংশের কর্মচারির পরিশ্রম এবং পেশাদারিত্বের একটি প্রমাণ।