সাইবার জালিয়াতির পর্দাফাঁস করেছে রাধা কিশোর পুর থানা পুলিশ, আটক ৩

অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর, ২০২৪: কল সেন্টারের আড়ালে ব্যাংক একাউন্ট হ্যাক করে কোটি কোটি টাকা প্রতারণা করার হদিস পেয়ে তিনজন যুবকের আটক করল আর কে পুর থানার পুলিশ। অভিযুক্তদের উদয়পুর মাতাবাড়ি স্থিত একটি হোটেল থেকে গোপন খবরের ভিত্তিতে গ্রেফতার করে পুলিশ।

সাংবাদিক মুখোমুখি হয়ে গোটা বিষয়ে জানান গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে। তিনি বলেন প্রবীণ নাগরিকদের ছক কষে কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় তারা। এই সাইবার জালিয়াতির পর্দাফাঁস করেছে রাধা কিশোর পুর থানা পুলিশ। ধৃত ব্যক্তিদের নাম হেনরি লালফোমকিমা, বয়স ২৯, দিজা মনি মলসুম বয়স ৪৫, সম্রাট মলসুম, বয়স ২৭। উদয়পুর মহকুমাধীন কিল্লা তেনতাই বাড়ি।

ধৃত ব্যক্তিদের শুক্রবার আদালতে পেশ করা হয়। পুলিশ আরো জানিয়েছেন, চলতি মাসে অজানা নাম্বার থেকে কল করে তিনটি ব্যাংক একাউন্ট হ্যাক করে নিয়েছে লক্ষ লক্ষ টাকা প্রতারণা। এদিকে এক প্রতারিত হওয়া যুবক বলেন, ১০ দিনে তাকে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখিয়েছে এই প্রতারক চক্র। এবং তাকে ব্যাংক একাউন্ট কিভাবে বিক্রি করতে হবে তাও বুঝিয়েছে। ধৃত তিনজনের মধ্যে একজনকে তিনি আগে থেকে চিনতেন। সেই অভিযুক্ত কাঠের ব্যবসার সাথে জড়িত। তাদের কাছ থেকে মানুষের এটিএম, প্যান কার্ড এবং আধার কার্ড সহ অন্যান্য বহু নথি উদ্ধার করা হয়েছে।