অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর, ২০২৪: শুক্রবার ভগৎ সিং যুব আবাসে এক ভারত শ্রেষ্ঠ ভারত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর উদ্যোক্তা এনসিসি। আয়োজিত অনুষ্ঠানে আসাম রাইফেলসের ডিজি উপস্থিত ছিলেন। এনসিসি -তে অংশ নেওয়া ছেলে মেয়েদের সাথে কথা বলেন। তাদের অভিনন্দন জানান।
তিনি বলেন, এনসিসিতে অংশ নিয়ে যেসব ছেলে মেয়েরা এই উর্দি পরিধান করে তারা কখনো এই উর্দ্দি সম্পর্কে ভুলতে পারে না। তাদের মধ্যে দেশের প্রতি আরো বেশি শ্রদ্ধা ও ভালোবাসা জন্মায়। তারা দেশ সেবায় নিয়োজিত হওয়ার চেষ্টা করে। তাদের মধ্যে অনেকেই আগামী দিন ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করার জন্য ইচ্ছুক বলে জানতে পেরে সফলতা কামনা করেন তিনি।
তিনি আরো বলেন, আসাম রাইফেলসের বহু পুরনো ইতিহাস রয়েছে। সবচেয়ে পুরনো আধা সামরিক বাহিনী আসাম রাইফেলস। ভবিষ্যতে দেশবাসীর স্বার্থে এই বাহিনী আরো বেশি দায়িত্ব পালন করবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। পাশাপাশি এই অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, ভারত শ্রেষ্ঠ, জাতি ধর্ম আলাদা হতে পারে। কিন্তু গোটা দেশবাসী ঐক্যবদ্ধ। পরিচয় একটাই আমরা ভারতীয়।