অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর, ২০২৪: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার পর প্রতারণার অভিযোগ উঠল এক বি এস এফ -এর বিরুদ্ধে। সীমান্ত রক্ষী বাহিনীতে কর্মরত জওয়ানের বিরুদ্ধে নতুন বাজার থানায় প্রতারণা ও ধর্ষনের মামলা দায়ের করেছেন যুবতী। মামলা পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগ, কলেজে পাঠরত অবস্থায় ২০১৭ সালে শিলাছড়ি থানাধীন শুকনাছড়ি এলাকার যুবক সঞ্জয় দেববর্মার সাথে ভালোবাসার সম্পর্ক জড়িয়ে পড়ে নতুন বাজার থানাধীন খেদারনাল এলাকার এক যুবতী।
তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক এতটাই গভীর হয় যে একটা সময় ছেলেটি মেয়েটিকে বিয়ে প্রতিশ্রুতি দিয়ে সহবাস করতে থাকে। এমনকি বিষয়টি উভয়ের পরিবারের মধ্যে জানাজানি হয়েছিল। উভয় পরিবার তাদের সম্পর্ক মেনে নিয়েছিল বলে জানান নিগৃহীত যুবতী। প্রতারিত মেয়েটি জানান, তাদের মধ্যে সব কিছু ঠিকঠাক চললেও ২০২১ সালে বি এস এফে চাকুরি পাওয়ার পর থেকে সঞ্জয় দেববর্মা পাল্টি খেতে শুরু করে। মেয়েটিকে বিয়ে করতে অস্বীকার করে সে।
এমনকি সেনা জওয়ান সঞ্জয় দেববর্মা খেদারনাল বাড়ীতে এসে মেয়েটিকে মারধর করেছে বলে অভিযোগ। বছর খানেক আগে আরো একবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সঞ্জয় দেববর্মা আগরতলার এক ভাড়াটিয়া বাড়িতে নিয়ে গিয়ে মেয়েটির সাথে বেশ কয়েকদিন ধর্ষণ করেছে বলে অভিযোগ। বতর্মানে সঞ্জয় দেব্বর্মা মেয়েটির সাথে কোনো যোগাযোগ রাখতে চাইছে না। সঞ্জয় দেববর্মার পরিবারের পক্ষ থেকে নাকি জানিয়ে দেওয়া হয় তাদের ছেলে অন্যত্র বিয়ে করে নিয়েছে।
বাধ্য হয়ে সুষ্ঠু বিচারের আশায় প্রতারক সেনা জওয়ান সঞ্জয় দেববর্মার বিরুদ্ধে নতুন বাজার থানায় মামলা দায়ের করেছে প্রতারিত যুবতী। মামলা পেয়ে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে, এখন প্রতারিত জনজাতি যুবতী কতটুকু ন্যায় বিচার পায় তা দেখার।