অনলাইন ডেস্ক, ২১ ডিসেম্বর ২০২৪ : বর্তমানে “ক্লাবফুট” কোনো দুরারোগ্য সমস্যা নয়, প্রাথমিক অবস্থায় সঠিক চিকিৎসার মাধ্যমে এটি পুরোপুরি নিরাময় যোগ্য। গত ১৯ ডিসেম্বর ২০২৪ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমা হাসপাতালে ক্লাবফুট ক্লিনিকের সূচনা হয়।
তাতে এদিন বিলোনিয়া মহকুমা হাসপাতালের চিকিৎসক ডাঃ উজ্জ্বল সর্দার এবং ফার্মাসিস্ট সুজিত দাস উক্ত ক্লাবফুট ক্লিনিকটি পরিচালনা করেন। এই ক্লিনিকে স্বাস্থ্যকর্মীরা এক মাসের একটি এবং ২৫ দিন বয়সী একটি শিশুর ক্লাবফুট সমস্যার পরিষেবা প্রদান করেন।
এছাড়াও এদিন নয় জন শিশুকে ফলো-আপ করা হয়েছে। বিভিন্ন ত্রুটি নিয়ে জন্ম নেওয়া শিশুদের জন্য রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কর্মসূচির (আরবিএসকে)এক উজ্বল দিক। স্বাস্থ্য দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।