অনলাইন ডেস্ক, ২২ ডিসেম্বর, ২০২৪: রাজভবনে আজ সন্ধ্যায় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন উত্তরপ্রদেশের কারিগরি শিক্ষা ও ভোক্তা সুরক্ষা মন্ত্রী আশীষ সিং প্যাটেল ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী কপিল দেব আগরওয়াল।
সৌজন্য সাক্ষাতের সময় উত্তরপ্রদেশ মন্ত্রিসভার সদস্যগণ আগামী ১৩ জানুয়ারি প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যোগদান করার জন্য রাজ্যপালকে আমন্ত্রণ জানিয়েছেন। রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।