বেটি বাঁচাও বেটি পড়াও, তেলিয়ামুড়ায় আলোচনা সভা

অনলাইন ডেস্ক, ২৪ ডিসেম্বর, ২০২৪: তেলিয়ামুড়ার অশ্বিনীকুমার স্মৃতি কমিউনিটি হলে গতকাল বেটি বাঁচাও বেটি পড়াও, নেশামুক্ত ত্রিপুরা এবং এইডস নিয়ন্ত্রণ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তেলিয়ামুড়া সুসংহত শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্যসচেতক বিধায়ক কল্যাণী রায় বলেন, নারী ক্ষমতায়ণই পারে সমাজে নারীদের এগিয়ে নিয়ে যেতে। আমাদের দেশে নারীরা কোন অংশে পিছিয়ে নেই। সমস্ত ক্ষেত্রেই নারীরা এগিয়ে চলছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি সত্যিকার অর্থেই আজ বাস্তবায়িত।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপার্সন রূপক সরকার, ভাইস চেয়ারপার্সন মধুসূদন দাস ও তেলিয়ামুড়া সুসংহত শিশু উন্নয়ন প্রকল্পের সিডিপিও পৃথিলা প্ৰসুন দাস। আলোচনা সভার শুরুতে একটি সুসজ্জিত র‍্যালি তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অশ্বিনীকুমার স্মৃতি কমিউনিটি হল প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। আলোচনা সভায় অতিথিগণ বেটি বাঁচাও বেটি পড়াও, নেশামুক্ত ত্রিপুরা এবং এইডস নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা করেন। স্বাগত বক্তব্য রাখেন সিডিপিও পৃথিলা প্রসুন দাস।