অনলাইন ডেস্ক, ২৪ ডিসেম্বর, ২০২৪: ডিজিটাল যুগে ভোক্তারা প্রতারিত হয়েও সচেতনতার অভাবে সঠিক পদক্ষেপ নিতে পারছেন না৷ ভোক্তা আইন সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করতে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে৷ সরকারের লক্ষ্য হচ্ছে ভোক্তা আইন সম্পর্কে জনগণকে সচেতন করে তোলা৷
আজ প্রজ্ঞা ভবনে জাতীয় ভোক্তা দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন৷ খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করে খাদ্যমন্ত্রী বলেন, আর্থিকভাবে প্রতারিত হওয়ার মূল্য কম গুরুত্বপূর্ণ না৷
কিন্তু প্রতারিত করার মানসিকতা এক শ্রেণীর ব্যবসায়ীদের মধ্যে স্বভাবে পরিণত হচ্ছে৷ যা সমাজ ব্যবস্থাকে কলুষিত করছে৷ খাদ্যমন্ত্রী আরও বলেন, আগামী কিছু দিনের মধ্যে পরিবহণ, স্বরাষ্ট্র এবং খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে বিভিন্ন স্তরের কলেজগুলিতে যথাক্রমে সড়ক দুর্ঘটনা, অবৈধ ড্রাগস ব্যবহার এবং জাগো গ্রাহক জাগো কর্মসূচি নিয়ে সেমিনারের আয়োজন করা হবে। পরবর্তীতে রাজ্যস্তরে এ ধরণের সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হবে৷
উল্লেখ্য, এবারের জাতীয় ভোক্তা দিবসের মূল ভাবনা হলো ‘ভার্চুয়াল হিয়ারিংস এন্ড ডিজিটাল এক্সেস অব কনজিউমার জাস্টিস’। অনুষ্ঠানে মার্চেন্ট অ্যাসোসিয়েশান, বিভিন্ন বিদ্যালয় ও কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা এবং রেশন শপের ডিলারগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আইন দপ্তরের সচিব সঞ্জয় ভট্টাচার্য বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা করাই হল ভোক্তা আইনের প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ডিস্ট্রিক্ট সেশান জাজ রুহিদাস পাল এবং খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরে যুগ্ম অধিকর্তা অভিজিৎ বিশ্বাস। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সদর মহকুমার মহকুমা শাসক মানিকলাল দাস, মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত এবং জিরানীয়া মহকুমার মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমা।