অনলাইন ডেস্ক, ২৬ ডিসেম্বর, ২০২৪: কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে সরকার উদ্যোগ নিয়েছে। তাছাড়াও কৃষকদের বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চাষাবাদে অভ্যস্ত করার উপরও সরকার অগ্রাধিকার দিয়েছে৷ এজন্য কৃষকদের অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে।
আজ জোলাইবাড়ি মোটরস্ট্যান্ডে কৃষকদের কাছ থেকে সহায়কমূল্যে ধান ক্রয় কর্মসূচির উদ্বোধন করে সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জোলাইবাড়ি বিএসির চেয়ারম্যান অশোক মগ, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি জয়দেব দত্ত৷ স্বাগত বক্তব্য রাখেন শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসক কৃষ্ণচন্দ্র গুপ্তা৷ জোলাইবাড়ি ব্লকে ২৩ টাকা কেজি দরে কৃষকদের কাছ থেকে ৮৫০ মেট্রিকটন ধান ক্রয় করা হবে৷