অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর, ২০২৪: চুরি করতে এসে হাতেনাতে ধরা পরল এক যুবক বলে অভিযোগ। ঘটনা মেলাঘর লাল মিয়া চৌমুহনি সংলগ্ন এলাকায়। অভিযুক্ত চোরের নাম জসিম উদ্দিন। এদিন অভিযুক্ত জসিম উদ্দিন এলাকায় রাবার সিট চুরি করতে আসে বলে তার বিরুদ্ধে অভিযোগ। তার বাড়ির কাকড়াবনে।
সে একবারই থেকে রাবার সিট চুরি করে নিয়ে আসার সময় তাকে হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী। তারপর তাকে নিয়ে যে ঘটনা সংঘটিত হলো তার সত্যিই আইনের দিকে প্রশ্ন তুলে। কারণ হাতেনাতে চোর ধরা হলে পুলিশের হাতে তুলে দেওয়াটাই নৈতিক দায়িত্ব। কিন্তু দেখা গেছে এলাকার কিছু অতি উৎসাহী সে যুবককে এদিন মারধর করার পাশাপাশি তার মাথা ন্যাড়া করে গান চালিয়ে নাচানো হয়েছে। তারপর তাকে ছেড়ে দেওয়া হয়।
কিন্তু অভিযুক্তের বক্তব্য সে তার মেয়ের ঔষধ ক্রয় করার জন্য রাবার সিট চুরি করতে এসেছিল। তখন তাকে ধরে ফেলেছে। কিন্তু এই ঘটনা প্রশ্ন শুরু করেছে, আইন কানুন নিয়ে। কারণ আইন হাতে তুলে নেওয়ার অধিকার দেশের সংবিধান কাউকে দেয়নি। এর সুষ্ঠু তদন্তের দাবি করল স্থানীয়রা। অতি উৎসাহীদের কঠোর শাস্তির দাবি করলেন তারা।